রিপোর্টার:
সুমন আহমদ, সিলেট প্রতিনিধি.
বিস্তারিত:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। কমিটিতে মোঃ আব্দুর রউফকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আব্দুর রউফ এর আগে নরসিংপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দোয়ারাবাজার উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য, সুনামগঞ্জ জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন।
শুধু রাজনৈতিক কার্যক্রমেই নয়, আব্দুর রউফ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দুর্নীতি, অনিয়ম, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যুতে তিনি প্রতিবাদী কণ্ঠ হিসেবে কাজ করেছেন। এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে দলীয় সূত্র জানায়, আব্দুর রউফ একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত। তার সততা ও নিষ্ঠার কারণে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে যেখানে নেতারা নানা চাপে জর্জরিত, সেখানে আব্দুর রউফের সাহসী ও নিরলস প্রয়াস স্থানীয়ভাবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।