আলিফ হাসান
পাবনা বেড়া উপজেলা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার বাঁধেরহাটে পণ্য পরিমাপ নিয়ে বাগবিদণ্ডের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হলেও, ৬ জন আহতের খবর নিশ্চিত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার।
আজ, ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বাঁধেরহাটে ভুষি পণ্য পরিমাপ নিয়ে বাগবিদণ্ড শুরু হয়, যা পরে হাতাহাতি এবং ব্যাপক সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে হাটে ক্রয়-বিক্রয় করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।