July 31, 2025, 12:12 am
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

দুলু বলেছেন, কেউ যেন মনে না করেন যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে।

মিরাজ হুসেন প্লাবন

মিরাজ হুসেন প্লাবন.

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কেউ যেন ভাবেন না যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। আমরা শুধু শেখ হাসিনার পতন ঘটিয়েছি। তিনি যে সব অপকর্ম করেছেন, তার কারণে আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।

রোববার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে উপজেলা, পৌর ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, একসময় মিছিলের জন্য লোক খুঁজে পাওয়া যেত না, হারিকেন লাগিয়ে লোক সংগ্রহ করতে হতো। কিন্তু এখন লোকের অভাব নেই। আমার একটাই কথা, যারা সাড়ে ১৫ বছর বিএনপির সাথে ছিলেন, তাদের বাইরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীরা যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে। যদি কোনো বিএনপি নেতা তাদের মাধ্যমে দলে আসার চেষ্টা করেন, তাহলে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের মধ্যে কোনো বিভেদ রাখতে দেওয়া হবে না। যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে, তাদের সাধারণ কর্মীরা প্রতিহত করবে। মিথ্যা মামলায় যাদের জেলে বন্দি করা হয়েছে, তাদের আমরা মুক্ত করে আনবো।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন