December 23, 2024, 4:54 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

সৌদি আরবে চলতি বছরে ১০০টিরও বেশি বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মিরাজ হুসেন প্লাবন

চলতি বছরে সৌদি আরবে ১০০টিরও বেশি বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত দুই বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি এবং এক বছরে সর্বোচ্চ সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। রোববার এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মানবাধিকার সংগঠনগুলো এই সংখ্যা ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমে নজরান প্রদেশে ইয়েমেনের এক নাগরিককে মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১০১ জন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ২০২২ এবং ২০২৩ সালে ছিল ৩৪ জন।

এ বছর, পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জন, মিশরের ৯ জন, জর্ডানের ৮ জন এবং ইথিওপিয়ার ৭ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া, সুদান, ভারত ও আফগানিস্তান থেকে ৩ জন, শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইন থেকে ১ জন করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জার্মানভিত্তিক ইউরোপীয়-সৌদি মানবাধিকার সংস্থা (এসওএইচআর) এর আইনি পরিচালক তাহা আল-হাজ্জি বলেছেন, সৌদি আরবে এর আগে কখনও এক বছরে ১০০ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের মৃত্যুদণ্ড ব্যবস্থার তীব্র সমালোচনা করে আসছে, যা আন্তর্জাতিক পর্যটন এবং বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা দাবি করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে বলেছিলেন, হত্যাকাণ্ড বা বৃহত্তর হুমকির অপরাধ ছাড়া আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না, তবে মানবাধিকার কর্মীরা বলেন, বাস্তবতা তার এই বক্তব্যের বিপরীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন