April 16, 2025, 9:40 pm

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসায় অতিরিক্ত ছাড়ের ঘোষণা কলকাতার হাসপাতাল

মিরাজ হুসেন প্লাবন

ভারতে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা যখন কিছু হাসপাতালের আলোচনায়, তখন বিপরীত সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়িয়েছে কলকাতার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হাসপাতালটি।

বুধবার (৪ ডিসেম্বর) এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার এ ঘোষণা দেন। তারা বলেন, “চিকিৎসার জন্য যেসব বাংলাদেশি রোগী ভারতে আসছেন, তাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। চিকিৎসকের মূল দায়িত্ব রোগীর সেবা করা।”

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশে বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কথা মাথায় রেখেই এ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের তথ্য মতে, হাসপাতালের রোগীদের মধ্যে প্রায় দুই শতাংশ বাংলাদেশি, যারা আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন।

এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ভারতে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ তুলে কিছু জায়গায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের দাবি উঠেছে। তবে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের এ উদ্যোগ দুই দেশের মানবিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন