তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অভ্যন্তরে মুমূর্ষু রোগীকে রক্ত দিতে গিয়ে স্থানীয় বখাটেদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য নমুনা ক্রস-ম্যাচিং করতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এসময় পুকুর পাড়ে বসলে ৪ জন বখাটে তাদের ঘিরে ধরে। বখাটেরা মানিব্যাগ, ঘড়ি এবং পকেটে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছুরিকাঘাতের চেষ্টা করে এবং গালিগালাজ করে। শিক্ষার্থীরা বারবার রক্ত দেওয়ার তাড়াহুড়ো থাকার কথা জানালেও বখাটেরা কোনো কর্ণপাত করেনি।
পুলিশের দ্রুত পদক্ষেপ
ঘটনার পর শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। স্থানীয় সিসিটিভি ফুটেজ যাচাই করে এক ছিনতাইকারী, হাসিব মিয়া (২৭)-এর পরিচয় শনাক্ত করে। হাসিব মিয়া গোপালগঞ্জ মিয়াবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব মিয়া কিছুদিন আগে মসজিদে চুরির অভিযোগে শাস্তি পেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান
ভুক্তভোগীরা বিষয়টি বশেমুরবিপ্রবির প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবকে অবহিত করেছেন।
ড. রাজীব বলেন, “আমি গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি।”
পুলিশের আশ্বাস
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় মেডিকেল কলেজ ও স্থানীয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।