শীতে গরম পানি দিয়ে গোসল করে শরীর গরম রাখার ব্যর্থ এক চেষ্টা করতে করতে আমরা দেখা যায় শীত আসতে না আসতেই গরম পানির দিকে ঝুঁকে যাই।
তবে অনেকেরই জানা নেই গরমের দিনে যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমাদের শরীর ফিট ও সস্তির অনুভূতি হয়, সেটা কিন্তু শীতের ক্ষেত্রেও হয়। আবার আমাদের অনেকের অজানা যে, গরম পানি দিয়ে গোসলের ফলে শরীর কতটা ক্ষতি করছি আমরা দিন দিন।
প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসলের ফলে শরীরের হার মজবুত করে, মাথার খুশকি দূর করে মাথা ব্যথা কমায় এবং চুল সুন্দর ও সিল্কি রাখে।
দেহের সহ্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের ব্যাথা দূর করে রক্ত সঞ্চলন করতে সহায়তা করে। যেকোন রকমের জ্বালাপোড়া বা প্রদাহ দূর করতে সাহায্য করে ফলে ত্বক থাকে সুস্থ ও স্বাভাবিক। এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের ২৯ শতাংশ রোগের কার্যকরী ঔষধ হিসেবে ভূমিকা পালন করে ঠান্ডা পানি।
এমনকি এর পাশাপাশি রয়েছে আরও অনেক সুফল। তাই এই শীতে গরম পানির দিকে না ঝুঁকে বরং শরীর সুস্থ ও প্রাণোচ্ছল রাখতে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করা শরীরের জন্য উত্তম ।