July 10, 2025, 4:34 am

বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা !!

মোঃ নিজামুল ইসলাম

বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাবার সঙ্গে অভিমান করে নিমাই চন্দ্র দেব (১৭) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশ টায় বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে আত্মহত্যা করে। পরে তার বাবা ডাকাডাকি করার পর কোন শব্দ না পাওয়াই তার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকে। তার বাবা দেখতে পায় নিমাই চন্দ্র দেব ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
নিহত নিমাই চন্দ্র দেব ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ানের কইপাড়া গ্রামের শুবাস চন্দ্র দেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল পিতা শ্রী সুভাষচন্দ্র দেবনাথ ছেলে কে প্রেম জনিত কারণে বকাঝকা করে পরে আজ সকালে মা বাহিরে ধান শুকাতে যায় এবং বাবা বাজারে যায়, পরে সকাল ১১ টার দিকে মা বাসায় এসে ছেলের  ঝুলন্ত দেহ  দেখতে পায়। তারপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাব্বির আলম জানান, আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিল। সে প্রায় বলত সে বাঁচবে না আত্মহত্যা করবে। আবার অনেকে বলছে প্রেম জনিত কারণে। বিষয়গুলো যাচাই-বাছাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন