আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব-মুন্সীয়া সড়কের পাশে হুমায়ন কবির চুন্নুর মালিকানাধীন টিনের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে, এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।
দোকান মালিকের তথ্য মতে, টিনের দোকান, আসবাবপত্র এবং বিভিন্ন মুদি মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর দ্রুত শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সময়মতো পদক্ষেপ নেওয়ায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন বলেন, “চুন্নু ভাইয়ের দোকানে আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।”
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এখন পুনরায় ব্যবসা চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও সুধী সমাজের সহায়তা প্রত্যাশা করছেন।