বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
বগুড়া জেলা প্রতিনিধিঃ
‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২৫ উদযাপন উপলক্ষে বগুড়ায় কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মুক্ত আড্ডা ও ওয়াকথন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হোসনা আফরোজা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া। ফারজানুল ইসলাম, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), বগুড়া। আবু সাঈদ কাওছার রহমান, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া।
বগুড়া জেলা সমাজসেবার উপ- পরিচালক আবু সাঈদ কাওছার রহমান তার বক্তব্যে বলেন “বৈষম্য হীন সমাজ গড়তে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ অত্যাবশ্যক, রাষ্ট্রের যেমন দায় আছে নাগরিকের প্রতি, তেমনি জনগণের ও দায় আছে রাষ্ট্রের প্রতি, উভয় পক্ষের ঐক্য মত না থাকলে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়”। বগুড়া জেলাপুলিশ সুপার জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে, ন্যায় প্রতিষ্ঠা না করলে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়, তাই ত্যাগের মাধ্যমে সমাজে অন্যায়কারীদের আইনের আওতায় নিয়ে এসে, কল্যাণ ময় সমাজ বিনির্মাণ করতে হবে, এবং নাগরিক হিসেবে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কেবল বৈষম্য হীন কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব।
মুক্ত আড্ডায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের প্রতি দ্বায়িত্বশীল আচরণের মাধ্যমে একজন নাগরিক অন্য নাগরিকের সমস্যা সমাধানে এগিয়ে আসার মানসিকতা তৈরি করতে হবে, এবং শিশু কাল থেকেই একজন নাগরিককে বৈষম্য হীন মানসিকতা তৈরির জন্য পরিবার সমাজ এবং রাষ্ট্রের একসাথে কাজ করতে হবে, তাহলেই কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।