বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যাবসায়ীর উপর হামলা
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ব্যাবসায়ীর কাছে ৩লক্ষ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে অফিসে এসে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় সেলিমকে প্রধান করে ১৮ জনের নামে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রেজাউল করিম শেখ।
মামলার বিবরণে বাদী বলেন, গতবছরের ৩রা ডিসেম্বর বাদীর ব্যাবসা প্রতিষ্ঠানে এসে বিবাদীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীরা শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারিতে থাকে পরে বাদীর ১টি ভেকু মেশিন, ৩টি ড্রাম ট্রাক ভাংচুর করে সাড়ে তিন লাখ টাকা ক্ষয়ক্ষতি করে ক্যাশ থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস.এম অমিত হাসান মাহমুদ বলেন,মামলার তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে চার্জশিট দেয়া হবে।