🟥 চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ভারতীয় ভাইরাসের সংযোগ নেই, দাবি কেন্দ্রীয় সরকারের।
ভারতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে তিন এবং আট মাস বয়সি দুই
শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা ৬ জানুয়ারি এক সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।
দুই শিশুর পরিবারের সাম্প্রতিক ভ্রমণের কোনো রেকর্ড পাওয়া যায়নি, তবে ভাইরাসের যে স্ট্রেন তাদের শরীরে সংক্রমণ ঘটিয়েছে, তা চীনে ছড়িয়ে পড়া
ভাইরাসের স্ট্রেনের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ভারতের এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতের কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসচিব হর্ষ
গুপ্তা।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, তিন মাস বয়সি শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে, তবে আট মাস বয়সি শিশুটি এখনও কর্ণাটকের
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থার উন্নতি ঘটছে।
চীনে করোনা মহামারির পর নতুন এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা শিশুদের মধ্যে বেশি প্রভাব ফেলছে। মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ
ছড়িয়ে পড়েছে এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছেন, শ্বাসপ্রশ্বাসজনিত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
ভাইরাসটি সাধারণত ঠাণ্ডা জ্বরের মতো উপসর্গ সৃষ্টি করে এবং শীতের মৌসুমে এর প্রাদুর্ভাব বেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে তা বড় সংকট তৈরি করতে পারে।