August 6, 2025, 10:40 pm
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

কুবি ছাত্রলীগ কর্মী অর্ণবকে মারধরের পর পুলিশে সোপর্দ করল সমন্বয়করা

মিরাজ হুসেন প্লাবন

ওবায়দুল্লাহ ,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায়কে মারধর করে পুলিশের কাছে সোপর্দ

করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রবিবার (১২ জানুয়ারি) পাঁচটার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃত অর্ণব সিংহ রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (কলেজ শাখা) সাবেক সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের

ছাত্রলীগের কর্মী ছিলেন।

সরেজমিনে দেখা যায়, অর্ণব সিংহ রায় আজ (১২ জানুয়ারি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে অপেক্ষারত বৈষম্য বিরোধী ছাত্র

আন্দোলনের শিক্ষার্থীরা। তা টের পেয়ে অর্ণব সিংহ রায় গণিত বিভাগের বিভাগীয় প্রধানের ওয়াশরুমে অবস্থান করে। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে প্রক্টর

অফিসে আনার সময় তাকে উদ্দেশ্য করে ডিম মারা হয়। এরপরে প্রক্টর অফিস থেকে মারধর করতে করতে বের করে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত

পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপস্থিত মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, ‘সে ছাত্রলীগের

নেতা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলো এবং বিপক্ষে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মিছিল দিয়েছিল।

এছাড়া সে একাধিক মামলার আসামিও। তাই তাকে পুলিশের দেওয়া হয়েছে। এর আগেও কয়েকজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো: আবদুল হাকিম বলেন, ‘আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে শিক্ষার্থীরা একপ্রকার

মব জাস্টিসের মতো তাকে নিয়ে গেলো। সেখানে আমাদের কিছু করার ছিলো না। যা হয়েছে তা অপ্রত্যাশিত।’

মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘সমন্বয়কদের মধ্য থেকে একজন ফোন দিয়ে আমাদের জানায় যে একজন আসামিকে

আটকে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যাচাই করতে দেখলাম একটি মামলায় অভিযুক্ত ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। এরপর আমরা তাকে আটক করে

নিয়ে আসি। বর্তমানে অভিযুক্ত ডিবি হেফাজতে আছে।’

এ ব্যাপারে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খানকে একাধিক মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

উল্লেখ্য, অর্ণব সিংহ রায় সদর দক্ষিণ থানায় মোঃ শাখাওয়াত হোসেন বাদী হয়ে করা একটি মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন