বগুড়া জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সম্মেলন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ই জানুয়ারী (শুক্রবার) বগুড়া শহরের বাইট পলিটেকনিক ইনস্টিটিউটে উক্ত সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুড়া জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক স্বাধীনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ -পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী জাকারিয়া আব্বাসী। তিনি তার বক্তব্যে বলেন কারিগরি শিক্ষা বাস্তবমুখী শিক্ষা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও বিভিন্ন দিক যেমন কারিগরি শিক্ষার গুরুত্ব, কারিগরি শিক্ষা কেন গ্রহন করতে হবে,কারিগরি শিক্ষা কি ভাবে উন্নত বংলাদেশ গড়তে সহায়ক হবে ইত্যাদি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল কালাম, আইডিইবি বগুড়া জেলা নির্বাহী কমিটির সভাপতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, বাইট পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি মোশফিকুর রহমান কাজল, বাইট পলিটেকনিক এর পরিচালক অধ্যাপক নুর হোসেন নান্নু,
বাইট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মাঈন উদ্দিন,বাইট পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক সিজু মিয়া, এছাড়াও মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার দেব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি শওকত আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি সেলিমুর রহমান, সহ- সভাপতি মশিউর রহমান সহ বগুড়া জেলার কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।