স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকের অবকাশ রিসোর্টের পাশ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্ট ও অন্যান্য স্থাপনায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুনের ভয়াবহতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে সাজেকের আরও অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।