অভিনেতা সিদ্দিককেগণধোলাই দিয়ে থানায় সোপর্দ
ঢাকা: ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এসময় সিদ্দিকের বিরুদ্ধে স্লোগান দেন কয়েকজন উত্তেজিত যুবক। ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’
তবে সিদ্দিককে কোনো মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি। এদিকে, বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকের মুঠোফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি।