November 10, 2025, 11:27 pm
শিরোনাম :
ভোলা: প্রেমের বিয়ে মেনে নিল না মেয়ের পরিবার, অশান্তি দুই গ্রামে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, হবিগঞ্জের মাধবপুরে নির্ভীক সাংবাদিক ও নেতা আলাউদ্দিন আল রনি বিআরটিএ অফিসে ঘুষ ফেরত চাওয়ায় সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার জামালপুরে ‘লোম মানব পরিবার’—বারো সদস্যের মানবিক সংগ্রাম রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজনের কারাদণ্ড রাজবাড়ীর বালিয়াকান্দিতে চত্রা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩৬ ঘণ্টার অভিযানে ৫ কুখ্যাত ডাকাত গ্রেফতার!

মিরাজ হুসেন প্লাবন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ভয়াবহ ডাকাতির ঘটনায় টানা ৩৬ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে সহায়তা করেছে গাজীপুর জেলার বিভিন্ন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত দল লোহার রড, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। তারা তারকাটা কেটে প্রবেশ করে দরজা ভেঙে গৃহকর্তাকে গুরুতর জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ ছয় লক্ষ টাকা ও প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন (মামলা নং-৩৯, তারিখ ২৪/০৫/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি)।

পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীবের তত্ত্বাবধানে ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

শাহ আলম ভাঙ্গারী (৪৫), গাজীপুর

শফিকুল ইসলাম (৩৬), রংপুর

নুর হোসেন (৪০), সিরাজগঞ্জ

মামুন সরকার (৪২), টাঙ্গাইল

মো. সেলিম (৩০), টাঙ্গাইল

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শফিকুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা, শাহ আলম ভাঙ্গারীর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা এবং নুর হোসেনের বিরুদ্ধে রয়েছে ২টি মামলা।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সংঘবদ্ধ ডাকাতি করে থাকে এবং তদন্তে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন