আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে বালুচর বাজার চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বিল চাইতে গেলে শাহীনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সর্দারের ছেলে সুলতান সর্দার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন ও সুলতানের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সেটি দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ইটপাটকেল ও টেটা নিয়ে উভয়পক্ষ হামলায় জড়িয়ে পড়ে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে প্রায় ১০ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।