মো. তানজিম ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা।
আটককৃতদের মধ্যে রয়েছেন—
সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আল আমিনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমিনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী শিশু ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর এক কন্যাশিশু রাবিয়া।
সূত্র জানায়, দুই বছর আগে আমজাদ আলীর চিকিৎসার জন্য পরিবারটি অবৈধভাবে ভারতের দিল্লির ফরিদাবাদে প্রবেশ করে। পরে জামাল নামের একজন মারা গেলে বাকিরা সেখানেই থেকে যান এবং শ্রমিকের কাজ করতে থাকেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা ভারতীয় পুলিশের কাছে তাদের অবস্থান জানিয়ে দিলে পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ শুক্রবার ভোরে তাদের পানিহাতা সীমান্তপথে বাংলাদেশে পুশইন করে।
পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।