মোঃ জাহিদুর রহিম মোল্লা, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু (৩৮) চাঁদার দাবিতে নির্মম হামলার শিকার হয়েছেন। রবিবার সকাল পৌনে ১১টার দিকে ইউনিয়ন পরিষদে প্রবেশের সময় মোটরসাইকেলযোগে আসা অবস্থায় তাঁর ওপর সশস্ত্র হামলা চালানো হয়।
আহত হাবিবুর রহমান বাবু জানান, গত এক মাস ধরে একটি চক্র তাঁর কাছে মোটরসাইকেল কেনার জন্য এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে তাঁর ওপর চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি পায়ে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। তবে মাথায় কোপ পড়লেও হেলমেট পরে থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং হামলার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে অভিযুক্ত আল আমিন শেখ দাবি করেছেন, তিনি একটি পুকুর ভরাটের কাজ এনে দিয়েছিলেন এবং এর বিনিময়ে হাবিবুর রহমান বাবু এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে জানান তিনি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।