মোঃ বাদশা প্রামান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ ময়দান পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুর ইসলাম জানান, জমি নিয়ে পুরনো বিরোধের জেরে তাঁর বিমাতা ভাই উমর ফারুখ, আশিকুল ইসলাম ও তাদের ছেলে-ভাতিজাসহ ২০-২২ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বেআইনিভাবে বাড়ির চাটাই, বেড়া, দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে।
নুর ইসলাম বলেন, “শব্দ শুনে বাইরে এসে দেখি তারা ভাঙচুর করছে। আমি টর্চ লাইট মারলে তারা আমাকেসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। তারা আমার স্ত্রী ও সন্তানদের গহনা ও টাকা লুটে নেয় এবং পালিয়ে যায়।”
তিনি আরও জানান, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উমর ফারুখ গং বাইরের জেলা থেকে ভাড়াটে লোক এনে তাঁর জমি দখলের চেষ্টা ও হামলা চালিয়েছিল। তখন স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় সোপর্দ করে।
নুর ইসলামের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তাদের অত্যাচারে আমরা বাড়ির বাইরে বের হতে পারি না। প্রায়ই বাইরের লোকজন এনে আমাদের ভয়ভীতি দেখায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”
ঘটনার পর ভুক্তভোগী পরিবার ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়।