December 23, 2024, 1:52 pm
শিরোনাম :
তালতলীতে সমুদ্র সমাজের জমকালো বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশের সফলতা, জেলা পুলিশ সুপারের স্বীকৃতি তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন

রাজশাহীর পুঠিয়ায় পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলার সড়গাছি বিলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় পুকুর খননকারীরা। পরে কাউকে না পেয়ে মাটি খননকারী গাড়ির দুইটি ব্যাটারি জব্দ করা হয়।

প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কৃষকরা বলেন, এই জমিতে সরিষা, ধান, ভুট্টাসহ সব ধরনের ফসল হয়। এসব জায়গায় পুকুর খনন করা হলে জলাবদ্ধতা হয়ে পড়বে এ এলাকা। আর প্রশাসনকে ধন্যবাদ জানাই এসব অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালানোর জন্য।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর মুঠো ফোনে জানান, ফসলি জমি নষ্ট করে কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া যাবেনা। সড়গাছি বিলে অভিযান চালিয়ে মাটি খননকারী গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

 

মহ/ দৈনিক বাংলার তরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন