নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলার সড়গাছি বিলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় পুকুর খননকারীরা। পরে কাউকে না পেয়ে মাটি খননকারী গাড়ির দুইটি ব্যাটারি জব্দ করা হয়।
প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় কৃষকরা বলেন, এই জমিতে সরিষা, ধান, ভুট্টাসহ সব ধরনের ফসল হয়। এসব জায়গায় পুকুর খনন করা হলে জলাবদ্ধতা হয়ে পড়বে এ এলাকা। আর প্রশাসনকে ধন্যবাদ জানাই এসব অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালানোর জন্য।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর মুঠো ফোনে জানান, ফসলি জমি নষ্ট করে কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া যাবেনা। সড়গাছি বিলে অভিযান চালিয়ে মাটি খননকারী গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
মহ/ দৈনিক বাংলার তরী