বেরোবি প্রতিনিধি.
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত বিজয় কনসার্টে মাদক সেবনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ কনসার্টের আয়োজন করা হয়।
কনসার্টে সংগীত পরিবেশন করেন বাংলা রক ব্যান্ড ‘আভাস’ ও বেরোবির লোকসংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’। অনুষ্ঠান চলাকালে বহিরাগত কয়েকজন যুবক গাঁজা সেবন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মাদক সেবন ও বিশৃঙ্খলার দায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।”
বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আজিজ স্বপন জানান, “উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের কারণে কয়েকজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে এবং বাকিদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
বিজয় দিবসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে জানান সংশ্লিষ্টরা।