August 5, 2025, 4:39 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

বগুড়ায় রাস্তা দখল করে বালু পরিবহন: ফসলি জমি নষ্ট, উভয়পক্ষের অভিযোগ

মিরাজ হুসেন প্লাবন

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া হুয়াকুয়া সড়কের বাঙালি ব্রিজের পূর্ব পাশে রাস্তা দখল করে বালু পরিবহনের অভিযোগ

উঠেছে। এ নিয়ে ফসলি জমি নষ্ট হওয়ায় জমির মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী নূহের মাহমুদ তমাল এ বিষয়ে সোনাতলা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১৫/২৫ অন্য)। অন্যদিকে প্রতিপক্ষ

থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে।

বাদী নূহের মাহমুদ তমাল জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নিলামে প্রাপ্ত বালু অপসারণের সময় ব্যবসায়ীরা তাদের ফসলি জমি নষ্ট করছে।

ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৮-১০ জন জমির মালিকের ফসল। তিনি বলেন, “বালু পরিবহন ব্যবসায়ীরা বারবার নিষেধ করার পরও আমাদের জমির ফসল

নষ্ট করে পরিবহন চালিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সহযোগিতা চাই।”

সানার স্ত্রী অভিযোগ করেন, “দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাস্তা করে বালু পরিবহন করা হচ্ছে। বাধা দেওয়ায় তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।”

এ বিষয়ে সাব ঠিকাদার মারুফ জানান, “পানি উন্নয়ন বোর্ডের নিলামে মন্ডল কনস্ট্রাকশন ৩ লাখ ঘনফুট বালুর নিলাম পায়। আমরা তাদের কাছ থেকে সাব

ঠিকাদার হিসেবে বালু কিনে নিয়েছি এবং পরিবহন করছি। আমাদের বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে।”

সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, “উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছি। তবুও বন্ধ না হলে ভ্রাম্যমাণ আদালতের

মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।”

জমির মালিকরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ফসলি জমি রক্ষায় পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন