রংপুরের মিঠাপুকুরে একটি পানের বরজ থেকে ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানায়।
এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হাছিয়া দাড়ারপাড় গ্রামে আকমল হোসেনের পানের বরজ থেকে এসব গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বরজের মালিক আকমল হোসেন পালিয়ে যান। উদ্ধার হওয়া দুটি গাঁজা গাছের ওজন ছিল ২৯ কেজি ৬০ গ্রাম। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় পান বরজের মালিক আকমল হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।