মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস সড়ক থেকে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মৃত তরুণীর পরিচয় জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মরদেহের আশপাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে এক যুবকের সঙ্গে ওই তরুণীকে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।