মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজপড়ুয়া মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী আইরিন আক্তার মুক্তি (১৭) শিবচরের বহরমগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে একটি পারিবারিক বিষয় নিয়ে ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় তাদের মেয়ে আইরিন আক্তার মুক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা পাশে থাকা লাঠি দিয়ে মেয়ের মাথায় আঘাত করেন।
আঘাতের ফলে আইরিন গুরুতর আহত হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ বেড হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বিশেষ দৃষ্টিকোণ:
পারিবারিক কলহের কারণে একটি সম্ভাবনাময় জীবন অকালে ঝরে গেল। এ ধরনের ঘটনা এড়িয়ে চলতে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরার প্রয়োজন।