August 1, 2025, 1:13 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বশেমুরবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মিরাজ হুসেন প্লাবন

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিজয় র‍্যালি, আলোচনা সভা এবং দিনব্যাপী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সকালে পৌনে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় বিজয় র‍্যালি, যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন,
“বিজয় দিবস আমাদের সবচেয়ে বড় অর্জন। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথে আমাদের চেতনার ও দায়িত্ববোধের ঘাটতি রয়ে গেছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

প্রধান আলোচক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,
“স্বাধীনতার জন্য আমাদের যে আত্মত্যাগ, তা এখনো শেষ হয়নি। আজও দেশের ৯০ শতাংশ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে হলে আমাদের চেতনায় পরিবর্তন আনতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। সভাটি সঞ্চালনা করেন বিলওয়াবস-এর সহকারী অধ্যাপক সোহানা সুলতানা।

বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার পরিবেশনা এবং প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে আলোকসজ্জার আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস উদযাপনের এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন