August 2, 2025, 8:48 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ: ৩ জন টেঁটাবিদ্ধ, আহত ১০

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারে তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লতব্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর মধ্যে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে। শামসুদ্দিন খান খোকনের সমর্থকরা শাহ আলীর লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে মরিয়ম (৪৫), শিশু মোল্লা (৫০), ও সজীব (২৮) নামে তিনজন টেঁটাবিদ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সাবেক ইউপি সদস্য শাহ আলী জানান, সংঘর্ষের সময় তিনি সিরাজদীখান মারকাজ মসজিদে ছিলেন এবং বিষয়টি পরে জানতে পারেন। অপরদিকে, শামসুদ্দিন খান খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “খোকন মেম্বারের লোকজন শাহ আলীর সমর্থকদের ওপর হামলা করেছে বলে শুনেছি। এ বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।”

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন