আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলা কৃষক দলের পকেট কমিটি গঠনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ সিকদার। বৃহস্পতিবার বিকেল ৪টায় কামারখাড়া কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো. খোরশেদ সিকদার অভিযোগ করেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার কারসাজির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে দোকানে বসে এই পকেট কমিটি ঘোষণা করেছেন। তিনি বলেন, “ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিকল্প ধারার নেতাকর্মীদের নিয়ে রাতের অন্ধকারে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শহিদুল বেপারী, কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আসাদুর রহমান বেপারী, রফিক শেখ, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আনোয়ার শেখ, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক রবিন শেখ এবং বিএনপি নেতা আবু সায়েদ হাওলাদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর, বুধবার মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব মো. শহিদ মজুমদারের স্বাক্ষরিত একটি চিঠিতে মো. আমিনুল ইসলাম তালুকদারকে সভাপতি এবং কাদের পারভেজকে সাধারণ সম্পাদক করে টংগিবাড়ি উপজেলা কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ তুলেছেন, কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন, “দলকে সঠিকভাবে পরিচালনার জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে। পকেট কমিটি বাতিল না হলে দলীয় কার্যক্রমে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি হবে।”
এ নিয়ে জেলা কৃষক দলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।