মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচার চেয়ে কাঁদলেন প্রবাসীর পরিবার
বরগুনা প্রতিনিধি
এইচ বি সুমন আলী
ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীর সাথে প্রতারণা। কান্না জনিত কন্ঠে সরকার এবং প্রশাসনের কাছে দালালের বিচার চেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের পরিবার বলেন,মালয়েশিয়া ৬০ হাজার টাকা বেতনে ভালো অফিশিয়াল চাকরি আছে ওই চাকরিতে যেতে হলে ৫লাখ ৫০ হাজার টাকা লাগবে বলে জানান একই উপজেলার বড়বগী ইউনিয়নের দক্ষিন সওদাগরপাড়া গ্রামের মো.রহমান এর পুত্র জুয়েল।
তার কথায় চিন্তাভাবনা না করে রাজি হয়ে যান গ্রামের সহজ সরল মিজানের বাবা-মা। ধার দেনা, গহনা বিক্রি আর জমি বন্ধক রেখে দালালের চাহিদা মতো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলতি বছরের মে মাসে মিজানকে বিদেশে পাঠান। মিজান ছাড়াও আরও ৫/৬ জনকে ভালো চাকরির কথা বলে প্রবাসে পাঠায় জুয়েল,এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর সব কিছু বদলে যেতে থাকে। অফিশিয়াল কাজ না দিয়ে পাম বাগানে কাজ করার জন্য মিজানকে দেওয়া হয়। এতে বাংলাদেশ থেকে যাওয়া মিজানের মাথায় আকাশ ভেঙে পড়ে।
পাম বাগানে গিয়ে দেখে গাছে বড় বড় বিষক্ত সাপ, চোখের সামনে বুনো হাতিতে মানুষ মেরে ফেলছে। সেখানে জীবনের কোন নিরাপত্তা নেই। পরিবার পরিবার ও ধার দেনার কথা চিন্তা করে বাগানে কাজ করতে গিয়ে মিজান কয়েকবার এক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় পড়িয়া থাকেন তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন এমনকি তার চিকিৎসাও করাতো না। আমার ভাই এর জীবনের শেষ সম্বল বিক্রি করিয়া ও টাকা সুদে নিয়ে বিদেশে গিয়াছেন।
বর্তমানে তার পরিবার অচল অবস্থায় আছে। বিদেশে যাওয়া থেকেই অদ্য পর্যন্ত তিনি কোন টাকা পয়সা পাঠাতে পারে নাই। বর্তমানে ১২-১৫ দিন পর্যন্ত আমার ভাই এর সাথে কোন ধরনের যোগাযোগ করিতে পারছিনা।