বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় বসতবাড়ির জানালা ও রেলিং তৈরির নামে অগ্রিম টাকা নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছে এক থাই মিস্ত্রীর বিরুদ্ধে। এ
ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিনহাজুল বারী মিম সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়-বালুয়া গ্রামের বাসিন্দা মিনহাজুল বারী মিম তাঁর বাড়ির জানালা ও রেলিং তৈরির জন্য আগুনিয়াতাইড় গ্রামের
মজনুর ছেলে আব্দুল মোমিনের সঙ্গে ৩৫,০০০ টাকার মৌখিক চুক্তি করেন। গত ২৭ আগস্ট মোমিন মালামাল কেনার অজুহাতে মিনহাজুলের মায়ের কাছ
থেকে অগ্রিম ২৫,০০০ টাকা গ্রহণ করেন।
তবে টাকা নেওয়ার পর মোমিন কোনো কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন। মিনহাজুল বারী মিম একাধিকবার যোগাযোগ করলেও মোমিন
কাজ শুরু না করে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।