আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ গ্রুপের প্রধান খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল (৩০)কে
পুলিশ গ্রেফতার
করেছে।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশ শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা ও এএসআই আজিজের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে
বাঘড়া বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগানবাড়ীতে উপস্থিতি টের হবার পর ১৫-১৬ জন ডাকাত পালিয়ে যাওয়ার সময় পুলিশ বিকাশকে দুই রাউন্ড গুলি,
একটি রিভলবার, দুইটি ডেকার ও দুইটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল উপজেলাভিত্তিক মধ্যবাঘড়া তালুকদার বাড়ী এলাকার কাশেম মোড়লের ছেলে। তিনি বাঘড়া এলাকার
শীর্ষ সন্ত্রাসী ও বিকাশ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রের ১০টি মামলা রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয়
তৈরি দুই রাউন্ড
গুলি ও একটি রিভলবারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে জেলে হাজতে প্রেরণ করা
হয়েছে।”
মুন্সীগঞ্জ পুলিশ মাদকদ্রব্য ও অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে। বর্তমান অভিযানে বিকাশ
গ্রুপের অপরাধমূলক
কার্যকলাপ বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে থানার কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ নিশ্চিত করেছে যে, মাদকদ্রব্য ও অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে গোপন না রেখে
কঠোর ব্যবস্থা নেয়া
হবে।