January 8, 2025, 11:03 am
শিরোনাম :

তুচ্ছ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৭

মিরাজ হুসেন প্লাবন

🟥 ১১ জনের বিরুদ্ধে মামলা, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু।

মোঃ জাহিদুর রহিম মোল্লা: রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অলংকারপুর আদর্শ

উচ্চ বিদ্যালয়ের জানালা-দরজা ভাঙচুরসহ বেশ কিছু সম্পত্তি নষ্ট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি নামযজ্ঞ অনুষ্ঠানের মেলায় নাগরদোলায় উঠাকে কেন্দ্র করে

অলংকারপুর ও গাড়াকোলা গ্রামের ছাত্রদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাড়াকোলা গ্রামের হারুনের নেতৃত্বে ২৫-৩০ জন

দুর্বৃত্ত রামদা, হাতুড়ি, রড ও হকিস্টিক নিয়ে অলংকারপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অলংকারপুর গ্রামের মিনার শেখ (২৮), ফারুক সিকদার (৩৫), হারুন সিকদার (৩৪), এবং তুহিন বিশ্বাস (৩৮)।

তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অলংকারপুর গ্রামের মিনার শেখের পিতা আইয়ুব আলী শেখ বাদী হয়ে রবিবার রাতে বালিয়াকান্দি থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা

দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, মামলার পরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন