জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে ৭০ বোতল ফেনসিডিলসহ রাহিমা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে
গোয়ালন্দ পৌরসভার উজানচর দেওয়ানপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহিমা ওই মহল্লার মো. ওবায়দুর সরদারের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, গৃহবধূ রাহিমা আক্তার দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।
তিনি তার বাড়ির রান্নাঘরে গোপনে মাদকদ্রব্য মজুদ রেখে নিয়মিত স্থানীয় মাদকসেবীদের কাছে ফেনসিডিল বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। রাহিমাকে ঘটনাস্থল থেকে
হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।স্থানীয় প্রশাসন মাদক কারবারের
বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।