দুূর্গাপুর প্রতিনিধি :
আজ ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার, সকালের দিকে রাজশাহীর দুর্গাপুরে আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।
রাজশাহীর দুর্গাপুর নওপাড়া পালশা গ্রামে তিনটি পিস্তল, একটি রিভলবার ও শর্টগানের গুলি সহ ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ।
জানা যায়, আজ সকাল ৯ ঘটিকা’য় নওপাড়া ইউনিয়ন তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগের মধ্যে স্থানীয় লোকজন অস্ত্র গুলি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ০৪টি পিস্তললের ম্যাগাজিন, ০৭ টি শর্টগানের গুলি, ও ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম
এবং তিনি বলেন, পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।
একালার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলার ভালো এবং প্রতিটি সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
মহ/দৈনিক বাংলার তরী