🔴 প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ৩.৯৩ লাখ টাকা সহ আটক
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমীর হামজার কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শীর্ষ ডাকাত আলিমুদ্দিনকে তার আস্তানা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার সঙ্গে আটক করা হয় সহযোগী রফিকুল ইসলাম রফিককে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, আলিমুদ্দিন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তিনি সহযোগীদের নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীদের পিটিয়ে টাকা ছিনিয়ে নেন। স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়, যার জবানবন্দিতে আলিমুদ্দিনের নাম উঠে আসে।
আটককৃতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।