ছাতক, (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ফাতেমা বেগম শিল্পী (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাতক পৌরসভার পশ্চিম নোয়ারাই এলাকার সমছুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ নিজ বসতঘর থেকে গাঁজাসহ ওই গৃহবধুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নোয়ারাই এলাকার বাসিন্দা সমছুর রহমান ও তার স্ত্রী এবং অন্যান্য সহযোগিরা মিলে নিজ বসতঘরে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক সিকান্দার আলীসহ পুলিশ সদস্যরা ওই বসতঘরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সমছুর রহমানের স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় উপ-পরিদর্শক সিকান্দার আলী বাদি হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১৯ (ক)/৪১ মামলা (নং-২৪) রুজু করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।