শেখ হাসিনার সাবেক এপিএস নাসিমের সম্পদ নিয়ে প্রশ্ন
১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানকারী ও শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সম্পদের পরিমাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের নির্বাচনী হলফনামায় তিনি ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের পরিমাণ ১০৮ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮৪৫ টাকা বলে উল্লেখ করেছেন।
হলফনামায় যা আছে:
নাসিমের ঘোষিত সম্পদের মধ্যে রয়েছে—
কৃষিজমি: ১০ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ১৪৭ টাকা (স্ত্রীর নামে ৪৬ লাখ ৪৬ হাজার ৭৯৬ টাকা)।
অকৃষি জমি: ২৫ লাখ ৫২ হাজার টাকা (স্ত্রীর নামে ৭৭ লাখ ৩২ হাজার টাকা)।
তিনটি আবাসিক ও বাণিজ্যিক ভবন: ৮ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৪৬৬ টাকা।
ছয়টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট: ১২ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৯২০ টাকা (স্ত্রীর নামে চারটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট, মূল্য ২ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ২০১ টাকা)।
অঘোষিত সম্পদের অভিযোগ
২০১৮ সালের নভেম্বরে রাজধানীর গুলশানে এনই(কে) ব্লকের ৮৩ নম্বর সড়কের ১৩/বি প্লটটি তিনি জমি ও ভবনসহ কিনে নেন। ১২ কাঠা জমির সম্ভাব্য মূল্য বর্তমান বাজারদরে কমপক্ষে ৬০ কোটি টাকা। তবে এটি তার হলফনামায় উল্লেখ নেই।
প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে
প্রশ্ন উঠেছে, একজন সাবেক উপসচিব কীভাবে এত সম্পদের মালিক হলেন? একই সময়ের অন্যান্য উপসচিবদের সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে কত, সেটিও আলোচনার বিষয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর এক প্রতিনিধি বলেন, “সাবেক সরকারি কর্মকর্তাদের সম্পদ অর্জনের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন থাকা উচিত।”
সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী দাখিলের বিধান থাকলেও বাস্তবে এটি কার্যকরভাবে অনুসরণ করা হয় কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।