মো. শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মৌজায় জোরপূর্বক ফসলি জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা চালানো হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ
ভুক্তভোগী কৃষক সাহাব উদ্দিন জানান, ২৫ জানুয়ারি চাষাবাদের জন্য জমিতে গেলে স্থানীয় আব্দুস সালাম ও তার সন্তানেরা বাধা প্রদান করেন। তিনি বলেন, “আমরা পৈতৃক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমিতে চাষাবাদ করতে গেলেও হুমকি দেওয়া হয়।”
উক্ত জমির বিবরণ:
মৌজা: পচাবহলা
সাবেক দাগ: ৭৯
বিআরএস দাগ: ১৩৫, ১৩৬
বিআরএস খতিয়ান: ৯২৯
মোট জমির পরিমাণ: ৫৩ শতাংশ
সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের মতামত
গত ৩১ জানুয়ারি সরেজমিনে গেলে দেখা যায়, উক্ত জমিতে দখলের নমুনা হিসেবে একটি ট্রাক্টর রেখে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, জমিটি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি, যার ফলে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রশাসনের বক্তব্য
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ফসলি জমি রক্ষা করা যায় এবং জোরপূর্বক দখল প্রতিরোধ করা সম্ভব হয়।