August 4, 2025, 8:13 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ডিমলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃ বাদশা প্রমানিক

ডিমলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডিমলা থানা পুলিশ গ্রেপ্তার করে পূর্ব ছাতনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এইচ এম দেলোয়ার খানকে (৩০)।

তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ভাতিজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার খান দীর্ঘদিন ধরে কুটিরডাঙ্গা এলাকায় কৃষকদের জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন, সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এসব অভিযোগে ভুক্তভোগী আনিছুর রহমান বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৭৪ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এইচ এম দেলোয়ার খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের একদিন আগে, রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে, ছাতনাই কলোনি এলাকায় এইচ এম দেলোয়ার খান, সঙ্গে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী, প্রকাশ্যে আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রম চালাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া নেমে আসে, পরিস্থিতি ঘিরে ছড়িয়ে পড়ে নানা আলোচনা ও উদ্বেগ। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান,”অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা এইচ এম দেলোয়ার খানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।” অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি আরও বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়, অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন