নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর
আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধন বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সিরাজদীখান থানায় হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ও ৫টি গাড়ি ভাঙচুর করেন।
বুধবার বেলা ১১টায় সিরাজদীখান উপজেলা মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। নিখোঁজ রোমান শেখ সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে একইসঙ্গে স্কুল ছাত্র ও অটোরিকশা চালক।
গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সিরাজদীখান থানায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় থানার দরজা-জানালা, আসবাবপত্র ও পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়।
এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন। নিখোঁজের দীর্ঘদিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। মানববন্ধনকারীরা ৩ দিনের মধ্যে রোমানের সন্ধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন।