বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা বাপ্পি গুরুতর আহত
বগুড়া শহর যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পীকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত বাপ্পিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি শাজাহানপুর উপজেলার এবং বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের গন্ডগ্রাম এলাকার দুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, যুবদলের দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। যার প্রেক্ষিতে আজকের এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
এবিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।