বগুড়ায় প্রতারক চক্রের সদস্য মা-মেয়ে গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় গতকাল সদর উপজেলার কাটনারপাড়া টিপটপ কমিনিউটি সেন্টারের পূর্ব পার্শ্বে মুক্ত ইলেক্ট্রনিক্স এন্ড এসি গ্যালারী ওয়ার্কসপ দোকানের এসি টেকনিশিয়ানকে ডেকে নিয়ে একই এলাকার এনায়েত আলী খান লেনের দেলোয়ার হোসেন দুলালের পাঁচতলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া আটক করে। এরপর এলোপাথাড়ী ভাবে মারপিট করে ছেলা ফুলা জখম করে এবং হত্যার হুমকি দিয়ে সর্বসাকুল্যে ১লক্ষ ৩৯হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,গত ১২ অক্টোবর রাত্রী অনুমান ৮টার সময় বগুড়া সদর থানার কাটনারপাড়া এলাকার এনায়েত আলী খান লেন দেলোয়ার হোসেন দুলালের পাঁচতলা ভবনের ৫ম তলায় বাদী আব্দুল আলীম (৩৩) কে দোকান হইতে এসি ক্রয় করার কথা বলে ডেকে নেয়। এরপর চাঁদাবাজ প্রতারক চক্রের ২ সদস্য শিবগঞ্জ উপজেলার রাজারগাড়ী বর্তমান কাটনারপাড়ার (হাফিজা মুঞ্জিলের ভাড়া বাসা) মেহেদী হাসান বাবু’র স্ত্রী আসামি মা পাপিয়া বেগম (৪০) ও মেহেদী হাসান বাবু’র মেয়ে মারজানা সুলতানা সিফা (১৯) সহ অজ্ঞাতনামার ছেলে আরিফ হোসেন (২০),সজিব (২২) সূত্রাপুর (মার্কাস মসজিদের পিছনে) অজ্ঞাতনামা ২/৩ জনসহ ১নং আসামী পাপিয়া বেগমের ভাড়া নেয়া শয়ন ঘরে নিয়ে বাদীর হাত পা বেঁধে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা দাবী করে। উক্ত বাদী টাকা দিতে অস্বীকার করলে সকল আসামীগণ পরস্পর যোগসাজস করে পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর নিকট থেকে স্যামসাং-৮ মডেলের একটি টাচ মোবাইল ফোনে কেডে নেয়। যাহার মূল্য অনুমান ৬৯ হাজার টাকা। এক পর্যায়ে আসামীগণ বাদীকে ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয়ে এবং জোরপূর্বক কার্ডের পিন কোড জেনে নেয়। পরবর্তীতে গত ১৩ অক্টোবর রাত্রী অনুমানিক ১টা ৩০মিনিটের সময় এটিএম কার্ড নিয়ে রানা প্লাজা এটিএম বুথ থেকে ৭০সত্তর হাজার টাকা উত্তোলন করে নেয়।