ভারতীয় অর্থনীতিতে ধাক্কা, বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশি সংস্থাগুলো
ভারতীয় শেয়ারবাজার থেকে বিপুল অঙ্কের অর্থ তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। গত ২৫ দিনে তারা দেশটির বাজার থেকে রেকর্ড ৮৫ হাজার ৭৯০ কোটি রুপি সরিয়ে নিয়েছেন, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাজারে শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি চীনের অর্থনীতিতে সরকারের আর্থিক সুবিধা এবং আকর্ষণীয় দর বিদেশি বিনিয়োগকারীদের চীনের দিকে আকৃষ্ট করছে। এর ফলে ভারতীয় বাজারে বিনিয়োগ কমিয়ে পুঁজি সরিয়ে নিচ্ছেন বিদেশিরা। অক্টোবর মাসের বাকি কয়েক দিনের লেনদেনে আরও বিদেশি পুঁজি প্রত্যাহার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এ বছরের শুরুতে বিদেশি সংস্থাগুলো ভারতের শেয়ারবাজারে বেশ কিছু বিনিয়োগ করলেও, সাম্প্রতিক মাসগুলোতে এই প্রবণতা পরিবর্তন হয়েছে। সেপ্টেম্বরে সর্বোচ্চ ৫৭ হাজার ৭২৪ কোটি রুপি বিনিয়োগের পরেও অক্টোবর মাসে বিনিয়োগের ধারা উল্টে যায়। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং চীনের বাজারের আকর্ষণ বৃদ্ধি এর মূল কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এদিকে, ভারতের ঋণপত্রের বাজারে কিছুটা হলেও বিদেশি বিনিয়োগ এসেছে। ২০২৪ সালে এই খাতে ১.০৫ লক্ষ কোটি রুপি বিনিয়োগ হয়েছে। তবে শেয়ারবাজারে বিদেশি পুঁজি প্রত্যাহারের ধারা অব্যাহত থাকায় দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে।