April 16, 2025, 7:48 pm

সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন: চিকিৎসক গ্রেপ্তার

মিরাজ হুসেন প্লাবন

রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। এ

অভিযোগে চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি

জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার

পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখে ময়লা

জাতীয় কিছু থাকার কথা নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশন থিয়েটারে নিয়ে

যাওয়া হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এমন ঘটনা যেন আর কারও সঙ্গে

না ঘটে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন